বাটোয়ারা মোকদ্দমা

শরিকদের মধ্যে জমি ভাগ বণ্টন আদালতের মাধ্যমে করা যায়। দেওয়ানী কার্যবিধি আইনের আলোকে সংক্ষুব্ধ ব্যক্তি বাটোয়ারা মোকদ্দমা দেওয়ানী আদালতে করতে পারেন ৷

মামলার জন্য কী কী প্রয়োজন ?

দেওয়ানী আদালতে বাটোয়ারা মামলা করে সম্পত্তি বণ্টন করা জন্য লাগবে-

১ । ছাহাম চাইলে প্রতি ছাহামের জন্য ৩০০ টাকা ফি ।

২। মালিকানার সূত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র ।

৩। সম্পত্তি উত্তরাধিকার সূত্রে হলে শরীকদের বংশানুক্রম ।

বাটোয়ারা মামলায় সাধারণত প্রত্যেক দাগের জমি সকল সহ-শরীকের মধ্যে বণ্টিত হয়ে থাকে, এই মামলায় দু’বার দু’টি ডিক্রি হয় ।

 চূড়ান্ত ডিক্রিঃ এই ডিক্রিতে প্রয়োজনে এডভোকেট সার্ভে কমিশন পাঠিয়ে সরে জমিনে সম্পত্তি দখল দেয়া হয় এবং সীমানা পিলার দ্বারা বিভাজন চিহ্নিত করণের মাধ্যমে চূড়ান্ত ডিক্রি প্রচার করা হয় ৷

আদালত প্রয়োজনে আইন শৃংখলা বাহিনীসহ এডভোকেট সার্ভে কমিশন নিয়োগ করে সম্পত্তির সীমানা চিহ্নিত করে ডিক্রি প্রাপককে সম্পত্তির দখল বুঝিয়ে দেয়ার ব্যবস্থা করে থাকেন ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x