ভাইয়ের কাছ থেকে বোন, সম্পত্তি থেকে বঞ্চিত হলে করনীয় কী ?
সমাজে বিভিন্ন রকম কুসংস্কার এ পরিপূর্ণ ভাই তার বোনকে ঠকাতে চায়। যে ভাই বোন এক মায়ের পেটের সন্তান, এক সাথে বড় হয়েছে, এক সাথে থেকেছে, সেই ভাই বোনের সাথে অবিচার করতে পিছপা হয় না। ভাইয়েরা বোনদের ফাকি দিয়ে পিতার সম্পত্তি ভাগাভাগি করে ভোগ দখল করে। মেয়েদের স্থায়ী ভাবে ঠকানোর জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে।