জমি ক্রয় বিক্রয়
এযাবত কাল ১৯০৮ সালের আইনের ভিত্তিতে জমি বেচাকিনা হত। এ আইনটিতে নানা ফাঁকফোকর ছিল। তার ফলে হত নানা রকম জালিয়াতি। যেমন-একই জমি ৭/৮ বার বিক্রি, অন্যের দাগকে নিজ দাগ দেখিয়ে বিক্রি করা আবার জাল দলিলতো আছেই। আশার কথা হল ভূমি সংক্রান্ত নানা জটিলতা নিরসন কল্পে পূর্বের আইনসমূহ সংশোধন করে সরকার। ১। রেজিস্ট্রেশন সংশোধন ২৫নং আইন