মুসলিম উত্তরাধিকার আইন অনুযাই মৃত ব্যাক্তি পুরুষ অথবা নারী যিনিই হন না কেনো, তার সকল সম্পত্তি ছেলে ও মেয়ে একই ভাবে মালিক হবেন।
মৃত ব্যাক্তির সন্তান থাকলে স্বামী পাবে চার ভাগের এক ভাগ। আর যদি কোন সন্তান না থাকে তাহলে পাবে ২ ভাগের ১ ভাগ। স্বামীর অংশ দেওয়ার পর বাকী অংশ ছেলে ও মেয়ের মধ্যে ২:১ হারে বাটোয়ারা হবে।
হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী :
১। কোন পুরুষ মারা গেলে তার সম্পত্তির উপর প্রথমে পুত্র, পৌত্র, প্রপৌত্র, এবং বিধবার
অগ্রাধিকার। এবং এদের অনুপস্থিতিতে কন্যা, দৌহিত্র, পিতা, মাতা, ভ্রাতা সম্পত্তির উত্তরাধিকার হবেন
২। কোন মহিলা যদি উত্তরাধিকার সূত্রে মালিক হন তাহলে মৃত্যুর পর তার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে যার নিকট হতে পেয়েছিলেন তার নিকট বা তার ওয়ারিশ দের নিকট চলে যাবে
৩। উত্তরাধিকার সূত্রে ব্যাতিত অন্য কোন ভাবে মালিক থাকাকালে মারা গেলে সেই সম্পত্তি উত্তরাধিকারদের মধ্যে বন্টন হবে