সমাজে বিভিন্ন রকম কুসংস্কার এ পরিপূর্ণ ভাই তার বোনকে ঠকাতে চায়। যে ভাই বোন এক মায়ের পেটের সন্তান, এক সাথে বড় হয়েছে, এক সাথে থেকেছে, সেই ভাই বোনের সাথে অবিচার করতে পিছপা হয় না। ভাইয়েরা বোনদের ফাকি দিয়ে পিতার সম্পত্তি ভাগাভাগি করে ভোগ দখল করে।
মেয়েদের স্থায়ী ভাবে ঠকানোর জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে। তাই বোনের অংশ বোনের জন্য রেখে দেওয়া প্রতিটি ভাইদের দায়িত্ব।
ইসলামিক প্রেক্ষাপট:
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন পরিবারের সকলের হক আদায় কর, কারো হক কেউ গ্রাস করিও না।
রাসুল (সা.) বলেছেন – যে ব্যাক্তি অন্য কারো উত্তরাধিকার সম্পত্তি গ্রাস করে, বিক্রয় করে পালিয়ে যায়, আল্লাহ তায়ালা তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন।
ভাই ও বোন কে কত অংশ পাবে :
পিতা মারা গেলে তার ওয়ারিশ যদি ভাই ও বোন থাকে তাহলে ভাই যা পাবে বোন তার হাফ পাবে। ভাই যদি ৪ কাঠা জমি পায় তাহলে বোন পাবে ২ কাঠা।
বাংলাদেশের আইনে করনীয় :
১। বাটোয়ারা অথবা বন্টন নামা মামলা করতে পারবেন বঞ্চিত বনেরা। যাতে করে উউত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি যথাযথ ভাবে ভাগবাটোয়ারা হয়।
২। এই সকল মামলায় মূলত দুইবার ডিগ্রি হয়। প্রথম ডিগ্রি হওয়ার পরে নিজেদের মধ্যে মিমাংসা হওয়ার সময় থাকে।
৩। প্রাথমিক ডিগ্রির পরে বন্টন করে দেওয়া না হলে আদালত কমিশনার নিয়োগ করে উত্তরাধিকার অংশ ভাগ করে দিতে পারেন এবং চূরান্ত ডিগ্রী প্রদান করেন।
ভাই আপনি আপনার বোনকে তার অধিকার থেকে বঞ্চিত করবেন না। আপনার বোন আপনার ব্লাড, আপনি এক মায়ের পেটের সন্তান। বোনের কষ্টের কান্নার কারন না হয়ে বোনকে সুখে রাখার চেষ্টা করবেন।