বাংলাদেশ সার্ভেকে সংক্ষেপে বিএস খতিয়ান (জরিপ) বলে। ১৯৭০ সাল হতে ১৯৯০ সালের মধ্যে এই জরিপ কার্য পরিচালিত হয। ১৯৮৫ সালে এই জরিপের সীট প্রস্তুত করা শুরু হয় যা এখন ও চলমান। বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে এই রেকর্ড চলমান।
বৈশিষ্ট্য :
১) বিএস খতিয়ান ডানে বামে লম্বা এবং উপবে নিচে খাটো ।
২) বিএস খতিয়ানের এক পৃষ্ঠাতেই সবগুলো কলাম দেয়া আছে ।
৩) বিএস খতিয়ানের ১ নং কলামের মালিক ও ঠিকানা লেখা থাকে ।
৪) দখল বিবরণ ও মন্তব্য শেষ কলামে লেখা থাকে ।
৫) ডিজিটাল রেকর্ড
সুন্দর লেখা।