দলিল বাতিলের মোকদ্দমা – Deed Cancellation Suit

সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ এর ৩৯ ধারা মতে, যে সকল কারণে দলিল বাতিলের মোকদ্দমা করা যায়।

প্রথমত, তর্কিত দলিলটি ভুয়া বা জাল হয়।

দ্বিতীয়ত, তর্কিত দলিলটি প্রতারণামূলক ভাবে তৈরি করা হয় ।

তৃতীয়ত, তর্কিত দলিলটিতে অসত্য তথ্য দেয়া থাকে ৷

চতুর্থ, তর্কিত দলিলটি বাতিল বা বাতিলযোগ্য এবং

পঞ্চমত, উপরোক্ত কারণে মামলাকারী বা বাদী দলিলটি বাতিল ঘোষণা না করলে মারাত্মক ক্ষতির কারণ হবে।

 

মামলার ধারা:

১। সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ এর ৩৯ ধারা ।

২। The contract Act 1872-এর ২, ১১,

৩। তামাদি আইন ১৯০৮ এর ৯১ অনুচ্ছেদ । ১৯, ২৩ ও ১৮ ধারা ।

 

মামলার সময়কাল: জ্ঞাত হবার সময় থেকে তিন বৎসর ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x