রেকর্ড অন্যের নামে লিপিবদ্ধ হলে করণীয় কি?
ভুলবশত বা যে কোনভাবেই হোক এক জনের জমি অন্যের নামে রেকর্ড হয়ে গেলে এবং রেকর্ড চূড়ান্ত হয়ে গেলে যার নামে রেকর্ড লিপিবদ্ধ হয়েছে তিনি রেকর্ডের ভুল স্বীকার করে মূল মালিককে ঐ সম্পত্তি সম্পর্কে না-দাবি দিতে চাইলে এরূপ না-দাবি রেজিস্ট্রিকৃত হতে হবে অথবা হস্তান্তর দলিলের মাধ্যমে মালিককে ফেরত দিতে হবে অথবা দেওয়ানী আদালতের মাধমে রেকর্ড সংশোধন করিয়ে নিতে হবে।
অন্যথায় ভবিষ্যত উত্তরাধিকারীগণ এরূপ রেকর্ড নিয়ে সমস্যায় পড়তে পারেন ।
তথ্য সংশোধনের জন্য আবেদন করুন
আপনার জমির রেকর্ড সংশোধনের জন্য সংশ্লিষ্ট ভূমি অফিসে আবেদন করুন।
প্রয়োজনীয় ধাপ:
তহশীল অফিসে যোগাযোগ করুন সংশোধনের জন্য নামজারি সংশোধন আবেদন ফর্ম পূরণ করুন। জমির দলিল, রশিদ এবং অন্যান্য প্রমাণাদি জমা দিন। উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করুন যদি তহশীল অফিসে কাজ না হয়, উপজেলা ভূমি অফিসে সংশোধনের আবেদন করুন। সঠিক মালিকানার দলিলাদি দেখান।
ডিজিটাল রেকর্ড সংশোধন (যদি প্রযোজ্য)
যদি রেকর্ড ডিজিটালাইজড হয়ে থাকে, তাহলে ই-নামজারি পোর্টালে সংশোধনের জন্য আবেদন করতে পারেন।
প্রয়োজন হলে আইনজীবীর সাহায্য নিন
যদি সংশোধন নিয়ে বিরোধ দেখা দেয়, তাহলে জমি সংশোধনের জন্য আদালতে মামলা করতে হবে।
সাধারণত যে মামলা দায়ের করা হয়:
ডিক্লারেটরি মামলা (Declaratory Suit): জমির প্রকৃত মালিকানা দাবির জন্য।
খতিয়ান সংশোধন মামলা (Record Correction Suit): ভুল খতিয়ান বা নামজারি সংশোধনের জন্য।
#রেকর্ড_সংশোধন, #ভূমি_আইন, #ভূমি_রেকর্ড, #আইনগত_সহায়তা, #জমির_অধিকার, #ভূমি_জরিপ, #দেওয়ানি_মামলা, #জমি_মালিকানা
#বাংলাদেশ_ভূমি, #জমি_সমস্যা, #আইনগত_পরামর্শ, #ভূমি_প্রশাসন, #জমি_রক্ষা