খ্রিস্টান ও বৌদ্ধ উত্তরাধিকার আইন

১৯২৫ সনের ভারতীয় উত্তরাধিকার আইন (১৯২৫ সনের ৩৯ নং আইন) এর চতুর্থ খণ্ডের ২৪ থেকে ২৮ ধারা এবং পঞ্চম খণ্ডের ২৯ থেকে ৪৯ ধারা পর্যন্ত

বিধি-বিধান রয়েছে তা খ্রিস্টানদের উত্তরাধিকার আইনের আওতায় বণ্টনের নীতিমালা হিসেবে বর্ণিত হয়েছে।

যদিও ১৯৫৬ সনের সংশোধিত হিন্দু উত্তরাধিকার আইনের অন্ত ভুক্ত হিসেবে ভারতীয় বৌদ্ধ সম্প্রদায় বিবেচিত, কিন্তু বাংলাদেশের উত্তরাধিকার আইনে তা পরিগৃহীত হয়নি। এ প্রসঙ্গে বাংলাদেশ সুপ্রীমকোর্টের (আপীল বিভাগ) দেওয়ানী আপীল নং- ৪০/১৯৮৪ (হাইকোর্ট বিভাগ, কুমিল্লা বেঞ্চের দ্বিতীয় আপিল নম্বর ২১/১৯৮৩ তারিখ ২০/০৬/১৯৮৩ এর রায় ও ডিক্রীর বিরুদ্দে করতালা লক্ষ্মী বিহারী (আপীলকারী) বনাম হৃদয় রঞ্জন চৌধুরী গং (রেপন্ডেন্ট)। সুপ্রিয় কোর্টের আপিলে বলা হয়: Leave was granted to consider whether the Buddhishts of Bangladesh are governed by the Hindu Law in matters of Succession.

 

এ ব্যাপারে বিজ্ঞ বিচারপতি প্রণিধানযোগ্য মন্তব্য করেন যে, 32DLR 187 (হাইকোর্ট বিভাগের আপীল) ১৯৫৬ সনের ভারতীয় সংশোধিত আইনের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে এ সংশোধিত আইনটি বাংলাদেশের উত্তরাধিকার আইনে গৃহীত হয়। মকদ্দমায় বিভাগীয় বেঞ্চের মন্তব্য হল, “In 1956 Hindu Law in India was amended and the Biddhists of Inda were brought within the ambit of the Hindu law. But in our country no such amendment has been made. As such it cannot be said that the Buddhists of our country are governed by Hindu law with regard to succession. (32 DLR 187) অজিতানন্দ বনাম অগ্রভাংশ ।

 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x